সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ :
নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় রবিন মিয়া (১৭) নামে এক ট্রলি গাড়ির হেলপারের মৃত্যু হয়েছে।
আজ (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ডাংগা ইউনিয়নের শান্তান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রবিন মিয়া নরসিংদী সদর উপজেলার বেলাব গ্রামের মোঃ সোলায়মান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রবিন ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে নানার বাড়িতে থাকতো। সেখানে থেকে ট্রলি গাড়ির হেলপার হিসেবে কাজ করে আসছিল। আজ শুক্রবার সকালে ইসলামপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে লাবন মিয়ার ইট বোঝাই ট্রলি গাড়িতে হেলপারের দায়িত্বে ছিল রবিন। ট্রলি গাড়িটি কাজৈর এলাকা থেকে পূবালীর দিকে আসার পথে সান্তানপাড়ার পবিত্র সূত্র ধরের বাড়ির সামনের ভাংগা সড়কে চলন্ত ঐ গাড়ি থেকে রবিন নিচে পড়ে যায়। এতে তার মাথার সামনের অংশ ফেটে গিয়ে মস্তিষ্ক বের হয়ে যায় এবং ডান হাত কেটে যায়। ফলে ঘটনাস্থলেই রবিনের মৃত্যু হয়। এসময় চালক লাবন মিয়া তার হেলপার রবিনের মৃতদেহ রেখে পালিয়ে যায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক মোঃ মনোয়ার হোসেন বলেন, ইট বোঝাই ট্রলির উপর থেকে পরে গিয়ে রবিন মিয়ার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ ও ট্রলি গাড়ি উদ্ধার করা হয়।