মোঃ মোখলেছুর রহমান। নরসিংদী প্রতিদিন –
শনিবার ১৬ নভেম্বর ২০১৯:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওয়ার্কশপ অন এডাল্টস ইন স্কাউটিং শুরু হয়েছে। শনিবার ১৬ নভেম্বর সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে ওযার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান, জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড.মো: মোজাম্মেল হক খান।
বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় বিশ স্কাউট সংস্থার এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক স্কাউট সাপোর্ট সেন্টারের সহায়তায় ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ স্কাউটস এর জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক গাজীপুরে এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হচ্ছে।
ওয়ার্কশপে ভুটান, ভারত, ইন্দোনেশিয়া, মালেশিয়া, নেপাল, ভিয়েতনাম, সিংগাপুর, হংকং, জাপান, মালদ্বীপের ২১জন এবং বাংলাদেশের ৩৭জন অংশগ্রহণকারী এতে অংশগ্রহণ করছেন।
ওয়ার্কশপ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন স্কাউটার ফেরদৌস আহমেদ, জাতীয় কমিশনার (অ্যাডাল্ট ইন স্কাউটিং), বাংলাদেশ স্কাউটস। এছাড়াও রিসোর্স পার্সন ও ফ্যাসিলিটেটর হিসেবে এশিয়া-প্যাসিফিক স্কাউট সাপোর্ট সেন্টারের পরিচালক, এপিআর অ্যাডাল্ট ইন স্কাউটিং কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার, জাতীয় উপ কমিশনারসহ ২৫জন দায়িত্ব পালন করছেন।
উক্ত ওয়ার্কশপে এডাল্টস ইন স্কাউটিং
পলিসি, এডাল্ট লাইফ সাইকেল, এডাল্টস ইন স্কাউটিং, ন্যাশনাল স্কাউট অরগানাইজেশন চ্যালেঞ্জেস, এডাল্টস ইন স্কাউটিং সাপোর্ট টু ইয়ুথ প্রোগ্রাম পলিসি এন্ড ইয়ুথ ইনভলভমেন্ট পলিসি, সেভ ফরম হার্ম এবং ওয়াল্ড অরগানাইজেশন অব স্কাউটস মুভমেন্ট এর কোড অব কন্ডাক্ট ইত্যাদি বিষয়ে সেশন পরিচালিত হবে।
১৮ নভেম্বর ওয়ার্কশপের ‘ইন্টারন্যশনাল নাইট’ অনুষ্ঠিত হবে। ইন্টারন্যাশনাল নাইট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি প্রদান করেছেন বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক স্কাউটার মোঃ আবুল কালাম আজাদ।
১৯ নভেম্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করে ওয়ার্কশপটির সমাপ্তি ঘোষণা করবেন বাংলাদেশ স্কাউটস এর সহ সভাপতি জনাব মোঃ হাবিবুল আলম, বীর প্রতীক।