সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ :
উৎসবমুখর পরিবেশে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ নভেম্বর) বিকেলে সান্তানপাড়া ঈদগাহ মাঠে এ সম্মেলন উদ্বোধন করেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা।
ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আজাহার খন্দকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওছার ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী -২ পলাশ আসনের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক ও বিশেষ বক্তা ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের-উল হাই।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, নরসিংদী সদরের মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুবুল হাসান, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম গাজীসহ ডাংগা ইউনিয়ন ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরগণ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে সাবের উল হাই ও সাধারণ সম্পাদক পদে কাওছার ভূইয়া নির্বাচিত হন।