সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ :
২০১৯-২০ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে
বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (১৬ নভেম্বর) সকালে পলাশ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম।
এসময় উপস্থিত ক্ষুদ্র ও প্রান্তিক ১শ’ জন কৃষক প্রত্যেককে ১ কেজি উফশি সরিষা বীজ ৩০ কেজি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।