ধর্ম ডেস্ক | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ১৭ নভেম্বর ২০১৯:
প্রশ্ন: মুহতারাম জানাবাত (অপবিত্র) অবস্থায় খানা-পিনা করার হুকুম কী? জানালে উপকৃত হবো।
উত্তর: জানাবাত (অপবিত্র) অবস্থায় খানা-পিনা করা যাবে। তবে উত্তম হলো খাওয়ার পূর্বে (গরগরা ) কুলি করা , এবং উভয় হাত ধৌত করে নেয়া।
উত্তর লিখনে: মুহা.আবুল হাসান, ছাত্র: ইফতা বিভাগ।
মা’হাদুত তা’লীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা ।
সত্যায়নে
লুৎফুর রহমান ফরায়েজী