সাব্বির হোসেন, নরসিংদী প্রতিদিন –
রবিবার, ১৭ নভেম্বর ২০১৯ :
নরসিংদী পল্লীবিদ্যুত সমিতি -১ ঘোড়াশাল উপকেন্দ্রে তামার তার চুরি করতে গিয়ে একাধিক চুরির মামলার আসামী রুবেল (৩৭) নিহত হয়েছে। নিহত রুবেল ঘোড়াশাল পৌর এলাকার বাগ্যের পাড়া গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে।
আজ রবিবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ঘোড়াশালের ভাগদী এলাকার পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
পল্লীবিদ্যুৎ সমিতি-১ ঘোড়াশাল জোনাল অফিসের এজিএম (ও এন্ডএম) ইয়াছির আরাফাত জানান, আনুমানিক দুপুর ১টার দিকে বাগদী এলাকার সাব স্টেশনের দিকে আমাদের লাইনম্যানরা অভিযোগ সমাধান করার জন্য যাচ্ছে তখন ভিতরে একটি মৃতদেহ দেখতে পায়। এটি দেখার পর সাথে সাথে তারা আমাদের বিষয়টি জানায়। আমরা সাব স্টেশনের ভিতরে প্রবেশ করে ভোল্টেজ রেগুলেটরের পাশে একটি মৃতদেহ পরে থাকতে দেখি। এবং মৃতদেহের হাতে শকিং এর চিহ্ন দেখা যায়। ভোল্টেজ রেগুলেটরও শকিং এর চিহ্ন আছে। আমরা ধারনা করছি যে, আমাদের ভোল্টেজ রেগুলেটরের গ্রাউন্ডিং ক্যাবল চুরি করার কারনে এ দুর্ঘটনা ঘটেছে। তার মৃতদেহের পাশে গ্রাউন্ডিং ক্যাবল পাওয়া গেছে। সাথে সাথে আমরা জিএম স্যারকে এ ঘটনা জানাই। পরে প্রশাসন ও জনপ্রতিনিধিকে এই বিষয়টি অবহিত করা হয়।
এদিকে খরব পেয়ে ঘটনাস্থলে আসেন ঘোড়াশাল পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুল ইসলাম, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম ও এস আই সাহিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ নাসির উদ্দিন জানান, নিহত রুবেল এর নামে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।