রুবেল মিয়া | নরসিংদী প্রতিদিন –
রবিবার,১৭ অক্টোবর ২০১৯:নরসিংদীর মাধবদীতে নুরারাপুর ইউনিয়নের অধিকাংশ পাকা রাস্তা গুলোর ইট-কনকিট ও পিস ডালাই নষ্ঠ হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে। এসব সড়ক গুলোতে উরছে দুলাবালি ও চলাচলে ঘটছে নানান দুর্ঘটনা। সরেজমিনে দেখা গেছে,মাধবদী হইতে কালীবাড়ি ও নুরালাপুর যেতে বেশ কয়েক জায়গায় খানাকন্দে ভরপুর। এছাড়া আলগী শ্যামতলী ঈদগাহ, মাটিয়ালা কান্দা, জয়ড়াকান্দা সড়কে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় এলাকাবাসীর দাবী এসব সড়ক গুলো বিগত সরকারের আমলে নির্মাণ হয়েছে কিন্তু বর্তমান সরকারে উন্নয়ের জোয়ার থাকলেও নুরালাপুর ইউনিয়নে উন্নয়ন কাজ ও রাস্তা নির্মাণের উদ্যোগ যেন অনেকটা পিছিয়ে রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নুরালাপুর বাসীর স্বার্থে রাস্তাঘাট গুলো পুনসংস্কারে নজর দেন।