1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

এবার পেঁয়াজের জন্য যুদ্ধ!

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ২৭৩ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ :
পেঁয়াজের বাজারে আগুন, অস্বাভাবিক হারে পিয়াজের মূল্য বৃদ্ধি পেয়ে এখন ১ কেজি পেঁয়াজের দাম ২৫০ থেকে ২৬০ টাকা। এই অস্বাভাবিক দামের কারণে অনেকেরই কেনার সাধ্য নেই। তাই কম দামে পেঁয়াজ কেনার জন্য ছুটে চলছেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকে। যেখানে প্রতি কেজি পেঁয়াজের মূল্য ৪৫ টাকা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজধানী জাতীয় প্রেসক্লাবের লিংক রোডে টিসিবি’র ভ্রাম্যমাণ ট্রাকে পেঁয়াজ বিক্রি করছে। আগে টিসিবি’র ভ্রাম্যমাণ ট্রাক থেকে ৪ থেকে ৫ কেজি করে জনপ্রতি পেঁয়াজ কিনতে পারলেও দাম বাড়ার পরে থেকে জনপ্রতি ১ কেজি করে পেঁয়াজ কিনতে পারে। কম দামে পেঁয়াজ কিনতে সাধারণ মানুষের রীতিমতো হাহাকার অবস্থা। পেঁয়াজের গাড়ি আসার আগেই দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন ক্রেতারা। লাইন শেষ হওয়ার আগেই পেঁয়াজ শেষ হয়ে যাচ্ছে।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে লিংক রোডে সকাল ৬টা থেকে পেঁয়াজের ট্রাকের অপেক্ষায় বসে থাকে ক্রেতারা। ট্রাক আসার সাথে সাথে সবাই ঝাপিয়ে পড়ছেন কার আগে কে লাইনে দাঁড়াবে। এই সময় আসে পাশে দাঁড়িয়ে থাকা রাস্তার মানুষ হকাররা পেঁয়াজের ট্রাকে ঘিরে ধরে। শুরু হয় ধস্তাধস্তি। এ সময় শিশু বৃদ্ধ ও নারীরা ছিটকে পড়েন লাইন থেকে, হুড়োহুড়ির মধ্যে ঢুকে যখন কেউ ১ কেজি পেঁয়াজ পাচ্ছেন তার মুখে যেন যুদ্ধ জয়ের হাসি।

পিয়াস কেনার জন্য সকাল ৬টা থেকে অপেক্ষা করছেন রুবেল আহমেদ। তিনি ব্রেকিংনিউজকে বলেন, ‘সবার আগে পেঁয়াজ কিনার জন্য এই জায়গায় আসছি কিন্তু পিয়াজের ট্রাক আসার সাথে সাথে সবার হুড়োহুড়িতে আমি অনেক পিছনে পড়ে গেছি।’

তিনি আরও বলেন, ‘সামনে যে ধ্বস্তাধস্তি তাতে মনে হয় আজও পেঁয়াজ পাবো না। আমি গতকাল পেঁয়াজ এর জন্য দাঁড়িয়ে ছিলাম কিন্তু পাইনি।’

সাইফুল হোসেন ৩-৪ ঘণ্টা দাঁড়িয়ে থেকে পেঁয়াজের ট্রাকে কাছে এসে যুদ্ধ করে এক কেজি পেঁয়াজ পেয়েছেন। তার আনন্দের যেন শেষ নেই। তিনি বলেন, ‘বাজারে পেঁয়াজের যে দাম তাতে আমার মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে এত টাকা দিয়ে কিনে খাওয়া সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘বাজার থেকে পেঁয়াজ কিনতে গেলে ২৪০ টাকা দিয়ে কিনতে হয়, আর এখানে ৪৫ টাকা দিয়ে কিনলাম। হিসাবে ১৯৫ টাকা বাঁচলো। যুদ্ধ না করে আর কোন উপায় আছে কি বলুন? দাম কবে কমবে তারও তো ঠিক নাই। পেঁয়াজ ছাড়া তরকারি রান্না হয় না, তাই যুদ্ধ করেই কিনতে হচ্ছে।’

খালি হাতে ফিরে যাচ্ছেন আকবর হোসেন। তিনি ব্রেকিংনিউজকে বলেন, ‘গতকাল পেঁয়াজ কিনতে এসেছিলাম। দস্তাদস্তিতে সামনে যেতে পারেনি। ভাবলাম আজ বুঝি ভিড় কম হবে। কিন্তু আজ আরও বেশি। আমি বুড়া মানুষ এত যুদ্ধ করে তো পেঁয়াজ কিনতে পারব না। তাই খালি হাতে ফিরে যাচ্ছি।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD