রুবেল মিয়া | নরসিংদী প্রতিদিন -
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ : নরসিংদী সদর উপজেলার মাধবদীতে সাগর দাস (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের কবিরাজপুর গ্রাম থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসি জানায়, নিহত সাগর দাস মৃত আশু চন্দ্র দাসের ছেলে ও পাঁচদোনা বাজারের মাছের ব্যবসায়ি ছিলো। সাগর দাস দির্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে কবিরাজপুর এলাকায় নাসির উদ্দিনের ভাড়া বাড়িতে থাকতেন। সোমবার ভোরে কবিরাজপুর গ্রামের একটি মাঠের পাশে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল প্রেরণ করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।