স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ১৯ নভেম্বর ২০১৯:
নরসিংদীতে মেরী স্টোপস্ থেকে চুরি হওয়ার ৬দিন পর নবজাতক উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। চুরির ঘটনায় জড়িত ইয়াসমিন নামে ১জনকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ জানান, ৬ দিন পর নবজাতকে উদ্ধার করা হয়েছে। চুরির দায়ে ইয়াসমিন আক্তার নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে এই বিষয়ে আরো বলা যাবে। আগামীকাল তাকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পেরণ করা হবে। শিশুটিকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।