সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ২০ নভেম্বর ২০১৯ :
লবণের মূল্য স্থিতিশীল রাখতে নরসিংদীর পলাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ (২০ নভেম্বর) বুধবার দুপুরে পলাশ উপজেলার তালতলী ও খানেপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী। এসময় লবণের মূল্য স্বাভাবিক থাকলেও তালতলী বাজারে মেসার্স মা খাদ্য ভান্ডারে নিষিদ্ধ পণ্য পাওয়ায় ব্যবসায়ী মোঃ বাহাউদ্দিন সরকারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা আলী জানান, লবণের বাজার স্থিতিশীল রাখতে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন স্যার এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। লবণের বাজার স্বাভাবিক থাকলেও তালতলী বাজারে মেসার্স মা খাদ্য ভান্ডারে ১ মণ নিষিদ্ধ পলিথিন ও হাইকোর্ট থেকে নিষিদ্ধ করা পণ্য বাঘাবাড়ির ঘি পাওয়া যায়। একই দোকানে বেবি ফুড বিক্রি করলেও তার লাইসেন্স ছিলনা। এসব অপরাধে মেসার্স খাদ্য ভান্ডারের মালিক ব্যবসায়ী মোঃ বাহাউদ্দিন সরকারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধ এক মণ পলিথিন নরসিংদী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হান্নান এর নিকট হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, পলাশ উপজেলায় এ অভিযান অব্যহত থাকবে।