স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০১৯:
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ (বিশেষত পেয়াজ, লবন, চাউল, তৈল) নিয়ন্ত্রনে নরসিংদীর বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করেছেন বাজার মনিটরিং কমিটি।
অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ভেলানগর বাজার পরিদর্শন করে জেলা বাজার মনিটরিং বোর্ড।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় এই অভিযান পরিচারিত হয়েছে।
এছাড়াও নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ এর নেতৃত্বে বাজার মনিটরিং বোর্ড নরসিংদীর বড় বাজার, বটতলা বাজার ও ভেলানগর বাজারে মনিটরিং কমিটির ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মন্টি ও সাবেক পৌর কাউন্সিল অনিল ঘোষ উপস্থিত ছিলেন।
অভিযানকালে বাজারে চাউলের দাম, লবনের দাম ও পেঁয়াজের জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে কথা বলেন।