সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে হাজার হাজার দর্শক মাতিয়ে গেলেন ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী বিউটি ও এ সময়ের জনপ্রিয় বাউল শিল্পী সুকুমার।
শুক্রবার (২২ নভেম্বর ) সন্ধায় ঘোড়াশাল পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে পোস্ট অফিস রোডের দলীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে ঘোড়াশাল পৌর এলাকা ও পলাশ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিনোদনপ্রেমী হাজার হাজার দর্শক জড়ো হলে কাণায় কাণায় পূর্ণ হয়ে যায় ঘোড়াশাল পৌর আ.লীগ কার্যালয়ের সামনে সড়ক। অনেকেই এই সড়কে জায়গা না পেয়ে আশে পাশের ভবনের ছাদে অবস্থান নিতে দেখা যায়।কুষ্টিয়া থেকে আগত বাউল শিল্পী শিরিন, সালমা সারগাম গান পরিবেশন শুরু করেন। এতে দর্শকরা কিছুটা বিনোদন পেলেও তাদের মূল আর্কষণ ছিল দেশের ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী বিউটি ও বর্তমান সময়ের জনপ্রিয় বাউল শিল্পী সুকুমারের উপর।
দর্শকদের অপেক্ষার প্রহর শেষে মঞ্চে আসেন সুকুমার। তিনি দুটি গান পরিবেশন করার পর “বলবনা গো আর কোন দিন ভালোবাসো তুমি মোরে” এই গানটি শুরু করলে দর্শকরা খানিকটা নিরব হয়ে যায়। পরক্ষণেই আবেগ ভরা চোখে দর্শকরা গানটি উপভোগ করতে থাকেন।
পরে তার কন্ঠে আরও কয়েকটি গান পরিবেশন শেষে মঞ্চে আসেন ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় লালন শিল্পী বিউটি। তিনি এক এক করে পরিবেশন শুরু করেন হলুদিয়া পাখি, ডুবিয়া মরিলাম, দিবানিশি ভাবি যারে, মিলন হবে কত দিনে, জীবন মানেই তো যন্ত্রণা, ওরে সাম্পান ওয়ালা, ভ্রমর কইও গিয়া, সোনা বন্ধু তুই আমারে গান গুলো। তার কন্ঠে একটি গান শুরু হলে দর্শকরা নিরব হয়ে যায়। আবার পরের গানটিতেই দর্শকরা নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন। এভাবেই তিনি মঞ্চ ও দর্শকদের মাতিয়ে তোলেন।