স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন –
রবিবার,২৪ নভেম্বর ২০১৯ :
ঘরের মাঠে করিম বেনজেমা, ফেদেরিকো ভালভেরদে ও লুকা মদ্রিচের গোলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
শনিবার রাতে লা লিগায় সান্তিয়াগো বের্নাবেউয়ে ৩-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল।
অধিনায়ক সের্হিও রামোসের ভুলে খেলার দ্বিতীয় মিনিটেই সফরকারীদের এগিয়ে নেন উইলিয়ান জোসে। গোলরক্ষক থিবো কোর্তোয়ার উদ্দেশ্যে বাড়ানো ব্যাকপাস ধরে সহজেই বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
ম্যাচের ৩৭তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড বেনজেমা। মদ্রিচের ফ্রি-কিক থেকে গোলটি করেন তিনি।
বিরতির পর দলকে এগিয়ে নেন ভালভেরদে। উরুগুয়ের এই মিডফিল্ডারের নেওয়া জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।
৭৪তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন মদ্রিচ। বেনজেমার হেড পাস পেয়ে ডি-বক্সের ভেতর থেকে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন এই ক্রোয়েশীয় তারকা।
১৩ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।