স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
রবিবার ২৪ নভেম্বর ২০১৯:
নরসিংদীর সদরের করিমপুর আডিয়াল স্কুলের ৫ম শেণীর ছাত্র ওয়ালি উলাল্লা হৃদয় (১৩) বেপরোয়া নসিমনের চাপায় নিহতের ঘটনায় চালক ও মালিকের দ্রুত বিচারের দাবীতে নিহতের স্বজন, গ্রামবাসী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেছে। রবিবার(২৪ নভেম্বর) সকাল ১১ টায় করিমপুর আডিয়াল স্কুলের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে দূর্ঘটনায় জড়িত নসিমন চালকের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, নিহত হৃদয়ের পিতা ওয়াসিম সরকার, মাতা সমলা বেগম, দাদা রফিক সরকার, করিমপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও করিমপুর ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুদ কালাম খোকনসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ১নভেম্বর সকাল সাড়ে ১০ টায় স্কুল ছাত্র হৃদয় করিমপুর দক্ষিণ পাড়ার নিজের বাড়ি থেকে বাইসাইকেলে করিমপুর বাজারে যাবার পথে করিমপুর সফুয়া হাই স্কুল সংলগ্ন রাস্তায় পৌঁছলে করিমপুর হতে শ্রীপুরগামী বেপরোয়া বালু ভর্তি নসিমনের চাপায় আহত হয়। তাৎক্ষনিকভাবে আহত হৃদয়কে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্র হৃদয়কে মৃত ঘোষণা করেন। এঘটনায় নসিমনের চালক ইয়াছিন(৩০)কে আটক করেছে পুলিশ।