বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কাফনের কাপড় পরে গলায় ফেস্টুন ঝুলিয়ে রাজধানীর নয়াপল্টন এলাকায় ঘোরাফেরা করা সেই রিজভী হাওলাদার আর নেই। বিএনপি নেতা-কর্মীদের কাছে তিনি ‘পাগলা রিজভী’ নামেই পরিচিত ছিলেন।
শনিবার রাত ১০ টা ১৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাগলা রিজভী। জানা গেছে, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ বোধ করছিলেন। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
এসময় তাৎক্ষণিকভাবে তার মরদেহ দেখতে আসেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব উন নবী খান সোহেল।