মোঃ আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ২৪ নভেম্বর ২০১৯ :
নরসিংদীর বেলাবতে বাংলাদেশের গণতান্ত্রিক, প্রগতিশীল এবং নারীমুক্তি আন্দোলনের অন্যতম অগ্রদূত কবি বেগম সুফিয়া কামালের ২০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখা রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের বেলাব শাখার সভাপতি রাবিয়া খাতুন শান্তি।
এসময় বক্তব্য রাখেন বেলাব উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাষ্ঠার, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপ্রিয়া আক্তার হেনা, সদস্য রেখা আক্তার, সুরাইয়া বেগম, হেভেন আক্তার, আনোয়ারা বেগম, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা বেগম প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২০ নভেম্বর মৃত্যুবরণ করেন সুফিয়া কামাল। পরে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বাংলাদেশের নারীদের মধ্যে তিনিই প্রথম এ সম্মান লাভ করেন বলে জানা যায়।