মোঃ আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ২৪ নভেম্বর ২০১৯ :
নরসিংদীর রায়পুরায় ভাষা সৈনিক ও তাৎকালিন বৃহত্তর ঢাকা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক একেএম বজলুর রহমানের ষষ্ঠ পুত্র ও এসএসএফ’র মহাপরিচালক মেজর জেনারেল মো. মুজিবুর রহমানের বড় ভাই মো. আক্তারুজ্জামান নজরুল মারা গেছেন (ইন্না লিল্লাহির ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার যাত্রাবাড়িতে নিজ বাসায় তিনি স্ট্রোক করে মারা যান।মৃত্যুকালের তার বয়স হয়েছিলে ৫৬ বছর।মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকাতে নিটল লাইফ ইন্স্যুরেন্স নামে একটি বীমা কোম্পানিতে কর্মরত ছিলেন।
আক্তারুজ্জামানের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার গ্রামের বাড়ি আলীনগরে আসেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার),পিপিএম।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিকুর রহমান সবুজ, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির প্রমুখ।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে তার মরদেহ নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলীর আলীনগর গ্রামে এসে পৌঁছালে বাদ আছর আলীনগর মাদরাসা মাঠে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়।