শেখ মানিক | নরসিংদী প্রতিদিন -
রবিবার, ২৪ নভেম্বর ২০১৯ :
নরসিংদীর শিবপুরে বিভিন্ন আপরাধে বিজ্ঞ আদালত কর্তৃক ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানার নামের তালিকা প্রকাশ করে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে শিবপুর মডেল থানা পুলিশ। যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে তাদেরকে এবং এলাকাবাসী পুলিশকে জানিয়ে দেওয়ার জন্য ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে নামের তালিকা প্রকাশ করে ব্যানার লাগিয়ে প্রচার করা হচ্ছে। ২৪ নভেম্বর রবিবার বিকেলে শিবপুর বাসস্ট্যান্ডে এর উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে উপজেলার চক্রধা ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার শিবপুর সার্কেল মিসবাহ উদ্দিন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, শিবপুর থানায় বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে যাতে তারা গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করে থানায় রিকল জমা দিয়ে পুলিশের হয়রানী থেকে বিরত থাকতে পারে। অপর দিকে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করতে একালাবাসীকে সহযোগীতা করার জন্য অনুরোধ করা হয়।