বিনোদন ডেস্ক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ :
কিছুদিন ধরেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে যে, ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। খুব শিগগিরই দুই হাত চার হাত হতে যাচ্ছে বলেও কোনো কোনো সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে।
এসব খবরে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে তার দর্শকদের মনে কৌতুহল জাগে। অনেকে ধরে নেন যে, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণা ভুলে অপু নতুন সংসার গড়তে যাচ্ছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বলতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বিয়ে ও পাত্র প্রসঙ্গে মুখ খুলেন।
অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে। প্রফেশনাল ও ব্যক্তিগত দুটি জীবনকে প্রাধান্য দিচ্ছি। ব্যক্তিগত জীবন নিয়েও আমার পরিকল্পনা আছে। তবে সুন্দরভাবে, বিতর্কিতভাবে নয়। এজন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে।’
কতদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘এটা নিয়ে আমার পরিবার ভাবছেন। কারো বেবি আছে, কারো পরিবার আছে এটা আমার পছন্দ নয়। মোট কথা হলো—বিবাহিত মানুষ বিয়ে তো দূরে থাক পছন্দের কাতারেও থাকবে না। এটা আমার ব্যক্তিগত চয়েজ। আমার পরিবারকে এমনটাই বলে দিয়েছি।’
প্রসঙ্গত, গোপনে ২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। দীর্ঘ আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এখন অপু বিশ্বাস সিঙ্গেল মাদার,আব্রাম খান জয় নামের একটি পুত্র সন্তান রয়েছে।