সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ :
নরসিংদী সদর উপজেলার আমদিয়ায় জাকির চান্দের সাধুর মেলা উপলক্ষে ১০ম, বার্ষিকী মহা পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) রাতে আমদিয়া ইউনিয়নের ফকির লাটচাঁন চিশতির “টাংগাই দরবার শরীফ” প্রাঙ্গণে পবিত্র ওরশ শরীফ এ উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু।
এসময় উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার কাওছার আহমেদ (ছাও মিয়া), আওয়ামীলীগ নেতা আমানউল্লাহ, সেলিম, স্বপন।
আরও উপস্থিত ছিলেন টাংগাই দরবার শরীফ এর লাটচাঁন চিশতী ও ভক্তবৃন্দ। এ ওরশ শরীফ এ কাজল দেওয়ানসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন।