ইতালি সংবাদদাতা | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ :
ইতালি আওয়ামীলীগের পালেরমো শাখার সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর আজ সোমবার বাংলাদেশ সফরে আসেন।
এ উপলক্ষে রবিবার (২৪ নভেম্বর) রাত ৯টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে পালেরমো আ.লীগের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামীলীগ ও যুবলীগ। এসময় উপস্থিত ছিলেন প্রধান পালেরমো আওয়ামী লীগের সভাপতি সেকেন্দর মিয়া, বিশেষ অতিথি সিনিয়র সহ-সভাপতি জাহিদ আহমেদ রুবেল।
পালেরমো আওয়ামীলীগের নির্বাহী সদস্য আবুল বাশারের উপস্থাপনায় বিশেষ বক্তা ছিলেন পালেরমো যুবলীগের সভাপতি এম এ হালিম এবং যুবলীগের প্রথম নির্বাহী সদস্য আশরাফ জানু, সিনিয়র সহ -সভাপতি মাজহারুল হক রাজু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইকরাম দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক কমল নন্দী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আকন্দ, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, সহ- দপ্তর ওহাব মিয়া, সম্পাদক জিত দাস, সবুজ প্রধান, তারেক হোসেনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে শেখ আলমগীর যেন নিরাপদে বাংলাদেশ সফর করে আবার কর্মস্থলে সকলের মাঝে ফিরে আসতে পারেন সেই কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সকল নেতাকর্মীরা নৈশভোজে অংশগ্রহণ করেন।