নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ : রাজধানীতে বায়ুদূষণের মাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে, যা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাবউদ্দিন। এজন্য মন্ত্রী ৩টি বিষয়কে দায়ী করেছেন। তাহলো- ইটভাটা, মোটরযানের কালো ধোঁয়া এবং নির্মাণ কাজ।
গত কয়েকদিন ধরেই বায়ুদূষণে রাজধানী ঢাকা বিশ্বের শীর্ষস্থান দখল করে আছে। এ নিয়ে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে আন্তঃমন্ত্রণালয় সভা ডাকেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী।
সভায় মন্ত্রী বলেন, ‘কিভাবে জনগণকে বায়ুদূষণ থেকে মুক্ত করতে পারি সে জন্য এ সভা ডাকা হয়েছে। ঢাকা সিটিতে বায়ুদূষণের বিভিন্ন কারণ রয়েছে। সরকারি বেসরকারি অবকাঠমো ও বিভিন্ন কাজে সমন্বয় করা প্রয়োজন। ইউটিলিটি সার্ভিসের কাজের জন্য সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করতে হবে। এলিভেটেট এক্সপ্রেস-হাইওয়েসহ বিভিন্ন প্রকল্পের জন্য সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘শহরের বিভিন্ন স্থানে ভবন নির্মাণের সময় পানি ছিটানো, যন্ত্রপাতি যত্রতত্র ফেলে না রাখা ও নির্মাণের ক্ষেত্র নির্ধারিত বেস্টনির মধ্যে আছে কি-না তা দেখতে হবে। ঢাকা সিটি করপোরেশনের বায়ুদূষণের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এ সমস্যা রোধে মূল দায়িত্ব পরিবেশ অধিদফতরের। ইটভাটার বিরুদ্ধে অভিযান বাড়ানো হয়েছে।’
শাহাব উদ্দিন জানান, ‘বাংলাদেশে বায়ু দূষণের উৎস নিয়ে চলতি বছরের মার্চে একটি গবেষণা প্রকাশ করেছে পরিবেশ অধিদফতর ও বিশ্ব ব্যাংক। তাতে দেখা যায়, দেশে বায়ু দূষণের প্রধান তিনটি উৎস হচ্ছে- ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া ও নির্মাণ কাজ। আট বছর ধরে এ তিন উৎস ক্রমেই বাড়ছে।’
এ দূষিত বায়ুর মধ্যে নগরের মানুষ কীভাবে নিরাপদ থাকবে, সেই ব্যবস্থাপনা গড়ে তোলা এবং সবার আগে বায়ু দূষণকে জাতীয় গুরুত্বপূর্ণ সংকট হিসেবে দেখতে হবে বলেও মন্তব্য করেন মো. শাহাবউদ্দিন।