নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ :
দেশের যেকোনও প্রয়োজেন সাড়া দিয়ে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির প্রধান জেনারেল আজিজ আহমেদ।
সোমবার (২৫ নভেম্বর) আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে স্বাধীনতাযুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং ২০১৮-২০১৯ সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘দেশের যেকোনও প্রয়োজনে সাড়া দিয়ে জনগণের সঙ্গে একাত্ব হয়ে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করতে সেনাবাহিনী সদা প্রস্তুত। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সকলের একাত্বতায় আরও সুসংহতভাবে অর্পিত দায়িত্ব সম্পাদনে নিবেদিত থাকবে ইনশাআল্লাহ।’
রোহিঙ্গা ইস্যুতে সেনাপ্রধান বলেন, ‘রোহিঙ্গা ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের বিষয়। বাংলাদেশ সরকার রোহিঙ্গা ও স্থানীয়দের নিরাপত্তা দিয়ে যাচ্ছে।’
যুগের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিকায়নের কাজ করা হচ্ছে বলেও জানান জেনারেল আজিজ আহমেদ।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য তিনজন বীরশ্রেষ্ঠর নিকটাত্মীয়, ৫ জন বীর উত্তম, ১২ জন বীরবিক্রম, ৩০ জন বীরপ্রতীক ও ২৫ জন মুক্তিযোদ্ধাসহ মোট ৭৫ জনকে সম্মাননা দেয়া হয়।
এ ছাড়া ২০১৮-২০১৯ সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের পদক দেওয়া হয়। শান্তিকালীন বীরত্বপূর্ণ কাজের জন্য ছয়জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ১৭ জনকে ‘বিশিষ্ট সেবা পদক’ দেওয়া হয়।