স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
সোমবার ২৫ নভেম্বর ২০১৯:
সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় আরো আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাস (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, জেলা পরিবহন সমিতির সভাপতি জাহাঙ্গীর আহমেদ সহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ।