নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ :
নিরাপদ সবজি উৎপাদন ও বিপণনের বিশেষ কর্মসূচি পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বেলাব নারায়ণপুর ভাটেরচর এলাকার কৃষক-কৃষাণীদেরকে নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠান আয়োজন করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপ-পরিচালক শোভন কুমার ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ চন্ডী দাস কুন্ড, অতিরিক্ত পরিচালক কাজী সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজিম উর রউফ খান। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য প্রফেসর ড. মো. আব্দুল আলিম, নরসিংদীর অতিরিক্ত উপ-পরিচালক (খামারবাড়ি) ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছলেহ উদ্দিনসহ ভাটেরচর এলাকার কৃষক-কৃষাণী।
এসময় অতিথিরা শতাধিক কৃষক-কৃষাণীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।