নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯: সুনামগঞ্জের দিরাই উপজেলার মৌসুমী দাস (১৮) নামে এক কলেজছাত্রীর রহস্যময় মৃত্যু হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার করিমপুর ইউনিয়নের টুক দিরাই গ্রামে তার মৃত্যু হয়। মৌসুমী দাস ওই গ্রামের রনদা প্রসাদ দাসের মেয়ে। সে দিরাই সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বাবা- মায়ের সঙ্গে মৌসুমী মামার বাড়িতে বসবাস করছিলেন। তাদের পৈতিক নিবাস দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আন্দাবাজ গ্রামে। সকালে মৌসুমীর বাবা মেয়েকে বাড়িতে রেখে দিরাই বাজারে যান। বাজার থেকে বেলা ১১টার দিকে বাড়ি ফিরে মৌসুমীর মাথায় পানি ঢালছে বাড়ির অন্য সদস্যরা। অসুস্থ অবস্থায় পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মৌসুমীকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, মৌসুমীর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।