নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ :
নরসিংদীতে রায়পুরার চর মধুয়া ইউনিয়নে হৃদয়ে আমাদের চর মধুয়া ইউনিয়ন ফেসবুক গ্রূপের উদ্যোগে আগামী মহান বিজয় দিবস উপলক্ষে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। এ উপলক্ষে আসছে ১৬ ডিসেম্বর সোমবার চর মধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্র্ঙ্গণে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টার মধ্যে স্থাস্থ্য সেবা নিতে আগ্রহিদের আমন্ত্রণ জানানো হয়েছে। একদিনের এ স্বাস্থ্য সেবা কেন্দ্রে চর মধুয়া ইউনিয়নের স্বনামধন্য ডাক্তারগণ রোগী দেখে ব্যাবস্থা পত্র দিবেন বলে গ্রুপের পক্ষ থেকে নরসিংদী প্রতিদিনকে জানানো হয়।
এতে আয়োজিত গ্রুপের চীফ এডমিন মোহাম্মদ হেলালউদ্দিন তালুকদার এর পরিকল্পনা ও পরিচালনায় উপস্থিত থাকবেন, কাজী শফি উদ্দিন চঞ্চল, আবদুল মোমেন সরকার, আহসান সিকদার, কাজী নজরুল, খায়রুল ফকির, কামাল হোসেন, জাকির হোসেন সরকার ,কাজী হাসনাইন, হেলাল খান রনি, মোত্তাকিন সরকার ও জনাবা জিন্নাত গাজী, চর মধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চর মধুয়া ইউনিয়নের যে সকল স্বনামধন্য ডাক্তারগণ রোগী দেখবেন এরা হলেন, ডাঃ কাজী মহিউদ্দীন (রফিক),সহকারী অধ্যাপক,পাবনা মেডিকেল কলেজ, গ্রামঃ বীর চর মধুয়া, ডাঃ সৈয়দ শামীম,আর এম ও মা ও শিশু বিশেষজ্ঞ,সদর হাসপাতাল, নরসিংদী।, গ্রামঃ বীর চর মধুয়া, ডাঃ কাজী আতিকুজ্জামান, এফ সি পি এস (ইএনটি), নাক,কান, গলা, বিভাগ বিশেষজ্ঞ। গ্রামঃ বীর চর মধুয়া। এছাড়া ডাঃ মশিউর রহমান (প্রিন্স), বিভাগীয় প্রধান (ফিজিওথেরাপি), ঢাকা মেডিকেল, গ্রামঃ গাজীপুর, ডাঃ যারীন তাসনীম, এম, বি, বি, এস,সহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ- ঢাকা, গ্রামঃ গাজীপুর।