সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ :
নরসিংদীর পলাশে বিভিন্ন অপরাধে বিজ্ঞ আদালত কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারী পরোয়ানার নামের তালিকা জনসম্মুখে প্রকাশ করে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পলাশ থানা পুলিশ। যাদের নামে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়েছে তাদেরকে এবং এলাকাবাসী পুলিশকে জানিয়ে দেওয়ার জন্য ইউনিয়ন ও পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান গুলোতে নামের তালিকা প্রকাশ করে ব্যানার লাগিয়ে প্রচার করা হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঘোড়াশাল পৌর সভায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব মোঃ শরীফুল হক , পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাছির উদ্দিন ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক জহিরুল আলম।
পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাছির উদ্দিন বলেন, পলাশ থানায় বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে যাতে তারা গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করে থানায় রিকল জমা দিয়ে পুলিশের হয়রানী থেকে বিরত থাকতে পারে। অপর দিকে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করতে একালাবাসীকে সহযোগীতা করার জন্য অনুরোধ করা হয়।