মোঃ আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ :
“ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ – আসুন এ অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই” এই শ্লোগানকে ধারণ করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৯ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি’র সভাপতিত্বে আলোচনা সভায় ব্যক্তব্য রাখেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুতিউর রহমান মাষ্টার,সংগঠনের সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা,সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা,লিগ্যাল এইড সম্পাদক রোকসানা বেগম, সহ বিভিন্ন শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শেষে বারৈচা মহিলা পরিষদ কার্যালয় থেকে শ্লোগান মুখরিত একটি র্যালী ঢাকা-সিলেট বারৈচা বাসষ্ট্যান্ড গিয়ে শেষ হয়। বিভিন্ন এলাকার ব্যাপক সংখ্যক লোক এই র্যালীতে অংশ গ্রহন করেন।