স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,২৮ নভেম্বর ২০১৯:
অধিনায়ক নিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে বরুসিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের টিকেট নিশ্চিত করেছে বার্সেলোনা।
কাম্প নউয়ে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। মেসি, লুইস সুয়ারেস ও অঁতোয়ান গ্রিজমান প্রত্যেকে একটি করে গোল করেন।
ম্যাচের ২৯তম মিনিটে এগিয়ে যায় বার্সা। ডি-বক্সের মুখে বল পেয়ে সুয়ারেসকে বাড়ান মেসি। ঠাণ্ডা মাথায় নিচু শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন উরুগুয়ের স্ট্রাইকার।
এর ৪ মিনিট পর আবারও মেসি-সুয়ারেসের দারুণ বোঝাপড়াতেই দ্বিতীয় গোলের দেখা পায় লা লিগা চ্যাম্পিয়নরা। এবারের গোলদাতা হলেন মেসি।
বিরতির পর ৬৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন গ্রিজমান। মেসির ডি-বক্সে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে ঠিকানায় পাঠান ফরাসি এই ফরোয়ার্ড।
শেষ দিকে ৭৭তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় সফরকারীরা। প্রায় ১৭ গজ দূর থেকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে বল লক্ষ্যে পাঠান ইংলিশ মিডফিল্ডার জেডন স্যানচো।
এ জয়ে ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা বার্সেলোনার পয়েন্ট ১১।