মোঃ আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ :
আগামী ২৫ ডিসেম্বর নরসিংদীর বেলাব উপজেলার এ এন এম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত এ এন এম উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। বিদ্যালয়ের সাবেক ছাত্র ও বর্তমান সভাপতি মোহাম্মদ আলী রিপন খাঁনকে সভাপতি করে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠন করা হয়। এছাড়াও এ উদযাপনকে কেন্দ্র করে আরও কয়েকটি বিষয়ে কমিটি গঠন করা হয়েছে।