1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
রবিবার, ০৫ মে ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পলাশে অটোরিকশা চুরি, চালকের বুকফাঁটা আর্তনাদ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ১৯৬ পাঠক

সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ :
অসহায় হতদরিদ্র অটোরিকশা চালক তারা মিয়া (৩৭) এর জীবিকার একমাত্র পথ বন্ধ হয়ে গেল চোরের কারণে। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল করতেতৈল গ্রামের জহরুদ্দিনের ছেলে তারা মিয়া। এক প্রতিবন্ধী মেয়েসহ পাঁচ সন্তান নিয়ে তার পরিবার। তাদের ভরনপোষণ করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে তার। এর মধ্যেই জীবিকা নির্বাহের একটি পথ তৈরি করে। একই গ্রামের হাবিবুর রহমানের কাছ থেকে একটি অটোরিকশা ভাড়া নেয়। এর পর থেকে কিছুটা ভালই চলছিল তার পরিবার। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় ঘোড়াশাল স্টেশন মসজিদের সামনে অটোরিকশা রেখে টয়লেটে যায়। সেখান থেকে এসে দেখে জিবিকা নির্বাহের একমাত্র ভরসা অটোরিকশা নিয়ে গেছে চুরে। কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ে তারা মিয়া। অনেক জায়গায় খোঁজাখুঁজির পরেও সন্ধান মিলেনি চুরি হওয়া অটোরিকশার। এ অবস্থায় জরিমানা দেয়ার মানুসিক চাপে ভেঙ্গে পড়েছেন তিনি।

শুক্রবার ২৯ নভেম্বর সকালে তারা মিয়া ও তার পরিবার আর্তনাদ করে বলেন, আমাদের মতো অসহায় মানুষের গাড়িটা কেন চুরি করলে ? আমরা এখন কোথায় যাব? আমাদের পরিবারের এখন কি হইবো ? সংসারটা কেমন চলবে? হে আল্লাহ তুমি তুমি আমাদের বাঁচাও। তাদের এমন বুকফাঁটা আর্তনাদে ভারি হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।
তিনি আরও জানান, আমরা চুরি হওয়া গাড়িটি উদ্ধারে পুলিশ প্রশাসন ও সকলের সহযোগিতা চাই।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD