জহিরুল ইসলাম | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯ :
নরসিংদীতে গত শনিবার স্বপ্ন ঘর এর পক্ষ থেকে পাটুয়া মোড়, পাঁচদোনা রক্ত বিষয়ক গণসচেতনতা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় । স্বপ্ন ঘর পরিচালক মাজহারুল ইসলাম এর পরিচালনায় কোরআন তেলাওয়াত ও দোয়া করার মাধ্যমে শুরু হয় । এই সময় অনুষ্ঠানের উদ্বোধন করেন ঘোড়াশাল পৌর সভা যুবলীগের সভাপতি মনির মোল্লা, এলাকার কাউন্সিলরও বন্ধন ব্লাডডোনার ক্লাব এর সভাপতি মোঃ রফিক ।
প্রায় তিন শতাধিক সাধারণ মানুষ তাদের রক্তের গ্রুপ জানতে পারে । তাতে বৃদ্ধ বয়স্ক নারী পুরুষ, গর্ভবতি নারী ও অল্প বয়স্ক ছেলে মেয়ে সহ অনেকে উপকৃত হয় । আয়োজক হিসেবে “স্বপ্ন ঘর” এর পরিচালক মোঃ আব্বাস মিয়া এবং পাটুয়া এলাকার ইব্রাহিম মিয়া, মাহবুব মোল্লা, কবির হোসেন, ফয়সাল আহমেদ, শরীফ মিয়া, রবিন মিয়া, সাইফুল ইসলাম সহ এলাকার ব্যাক্তি বর্গ। উক্ত অনুষ্ঠানে সহযোগি সংগঠন হিসেবে “বন্ধন ব্লাডডোনার ক্লাব,(মাধবদী নরসিংদী) ও প্রয়াস (নরসিংদী) সদস্য উপস্থিত ছিলেন ।এই সময় উপস্থিত ছিলেন স্বপ্ন ঘর এর পরিচালক প্রিন্স মাহমুদ শরীফ, বোরহান উদ্দীন, হূমায়ুন কবির, প্রবাসী পরিচালক কাউছার আহমেদ, পলাশ থানার পরিচালক রাসেল মাহমুদ ও মাধবদী থানার পরিচালক দিপু সরকার, সংগঠনের সদস্য আরিফুজ্জামান জুয়েল, ফয়সাল আফ্রাদ, সোহান আল আসিফ,কাইয়ূম মোল্লা , শিমুল ফরাজি, এখলাস আহমেদ সহ আরো ১৫ জন সদস্য । উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বপ্ন ঘর পরিচালক মাজহারুল ইসলাম ।