মোঃ আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯:
‘বিত্তবানরা আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান’ হতদরিদ্ররা আপনাদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান’ এমন লেখা সম্বলিত মানবতার দেয়াল এর পর্দা উন্মোচন করা হয়েছে নরসিংদীর বেলাবতে।
আজ রবিবার (১ ডিসেম্বর) বিকাল ২টায় উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে “তারুণ্য ৭১” নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে মানবতার দেয়াল উম্মোচন করেন বেলাব উপজেলা শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশীদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী শরীফ উদ্দিন খান মোমেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বেলাব উপজেলা সভাপতি রাবেয়া খাতুন শান্তি ও উক্ত সংগঠনের সদস্যরা।
তারুণ্য ৭১” এর সমন্বয়ক নূর মোহাম্মদ অভি নরসিংদী প্রতিদিনকে জানান, এ সংগঠন ২০১৮ সালের ১৬ ডিসেম্বর থেকে একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, সমাজ ও মানব সেবামূলক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। এ সংগঠনের মূল উদ্দেশ্য ও মূল মন্ত্র হচ্ছে “সুখে দুঃখে সবার পাশে “আমরা আছি এক সাথে”। আমাদের লক্ষ হচ্ছে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষরা যেন ভাল থাকে এবং তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি। এরই ধারাবাহিকতায় আজ আমরা মানবতার দেয়াল এর পর্দা উন্মোচন করেছি। আশা করি সকলের সহযোগিতা এ কার্যক্রম সামনে এগিয়ে যাবে।