খায়রুল ইসলাম ভূইয়া | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯ :
সারাদেশের ন্যায় ভৈরবেও নিরাপদ সড়ক চাই সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ভৈরব উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এর আগে রংবেরং এর বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন নিসচা ভৈরব শাখার সভাপতি এস. এম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এছাড়া নিসচা ভৈরব শাখার সহ-সভাপতি মো. শহীদুল্লাহ ও মনিরুজ্জামান ময়না, অর্থ সম্পাদক জালাল আহমেদ, দপ্তর সম্পাদক নাজমুল হক, প্রচার সম্পাদক কাজী উসমান গণি ছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া র্যালিতে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, ভৈরব থানা ও হাইওয়ে পুলিশ, উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।