সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯ :
নরসিংদীর পলাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ এর উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
প্রতিায়োগিতা শেষে ৩য় শ্রেনির তাওহীদ, নয়ন, নাবিলা ও ৪র্থ শ্রেনির তানজিলা, সুমাইয়া, সাদিয়াসহ ছয় জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পলাশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সান্তানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষকবৃন্দ।এদিকে একই দিনে শিক্ষার্থীদের অবিভাবকের নিয়ে একটি একটি উঠান বৈঠকও অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম নরসিংদী প্রতিদিনকে জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন ১জন শিক্ষার্থী একটি করে বাংলা ও একটি করে ইংরেজি শব্দ শিখবে। সেই সাথে ওয়ার্ড এর অর্থ, উচ্চারণ ও একটি করে বাক্য শিখবে। শিক্ষার্থীদের মাঝে শব্দ ভান্ডার বৃদ্ধির জন্য এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, উপজেলার অন্যান্য প্রাথমিক বিদ্যালয়েও ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ প্রতিযোগিতা চলমান থাকবে।