1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

সাতক্ষীরা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ২০২ পাঠক

নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন –
বুধবার , ৪ই ডিসেম্বর ২০১৯:
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকর অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাতক্ষীরা জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে পদ প্রত্যাশীদের কেন্দ্রীয় দফতরে জীবন বৃত্তান্ত জমা দেয়ার আহ্বান জানানো হল।

উল্লেখ্য, গত শনিবার (১ ডিসেম্বর) ভোরে সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছাত্রলীগ কর্মী শহরের মুনজিতপুর এলাকার মইনুল ইসলামের ছেলে দ্বীপ (২২) ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২৮) নিহত হন। সেখান থেকে অস্ত্রও উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি- নিহত দুইজনই ছিনতাইকারী। সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তারা জড়িত।

পুলিশ বলছে, এ ঘটনার মূল পরিকল্পনাকারী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। নিহত দুইজন সাদিকুর রহমানের ঘনিষ্ট সহযোগী। অস্ত্র উদ্ধারের ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসামি করে সদর থানায় একটি অস্ত্র আইনে মামলাও হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD