মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ৮ই ডিসেম্বর ২০১৯ :
নরসিংদীতে অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন নেক্সাস ইয়ূথ সোশ্যাল এসোসিয়েশন (নাইসা) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৮ই ডিসেম্বর ) সকাল ১০ টায় নরসিংদী সাটিরপাড়া সালাউদ্দিন স্মৃতি সংসদ ক্লাবে নেক্সাস ইয়ূথ সোশ্যাল এসোসিয়েশন এর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এসময় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নেক্সাস ইয়ূথ সোশ্যাল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রবি ইসলাম। মতবিনিময় সভায় সাংগঠনিক সম্পাদক এমদাদ উল্লাহ, অর্থ ও দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হৃদয় মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক রবি উল্লা (সাদী), মহিলা বিষয়ক সম্পাদক মনি সরকারসহ ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয় ।
সবাইকে একসাথে কাজ করার জন্য সংঘটনের মাধ্যমে সেচ্ছায় রক্তদান ও বিভিন্ন সামাজিক কাজের করার বিষয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয় ।