স্পোটর্স নিউজ | নরসিংদী প্রতিদিন-
আজ রবিবার (৮ ডিসেম্বর) পোখারায় এসএ গেমস নারী ক্রিকেট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে অল্প রানের পুঁজি নিয়ে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণপদক জিতল বাংলাদেশের মেয়েরা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৯১ রান করে বাংলাদেশ। এত সহজ টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ছিটকে যেতে থাকে ম্যাচ থেকে শ্রীলঙ্কা।
শেষ ওভারে এসে লঙ্কানদের প্রয়োজন ছিল মাত্র ৭ রান। কিন্তু সেই রানটাও করতে পারেনি তারা। এই ওভার থেকে মাত্র ৪ রান তুলতে পারে তারা। ৮ উইকেটে ৮৯ রান করে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশ জয়ী হয়।