শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ :
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ সোমবার সকালে শিবপুর উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৪ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিত জয়িতারা হলেন নির্যাতনে বিভিষীকাময় নারী বেবী, সমাজ উন্নয়নে লাকী, অর্থনৈতিক উন্নয়নে মনোয়ারা বেগম, সফল জননী ফজিলা খাতুন। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মননা প্রদান ও আলোচনা সভায়
সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ুন কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।