আন্তর্জাতিক ডেস্ক | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার,১০ ডিসেম্বর ২০১৯ :
চিলি থেকে অ্যান্টার্কটিকা যাওয়ার পথে ৩৮ জন যাত্রীসহ একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী।
হারকিউলিস সি-১৩০ টাইপ কার্গো বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর পান্তা এরেনাস থেকে স্থানীয় সময় সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটে ছেড়েছিল। অপারেটররা বিমানটি উড়ার এক ঘন্টা পর যোগাযোগ হারিয়ে ফেলেন।
বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, বিমানটিতে ৩৮ জন যাত্রী রয়েছেন, তাদের মধ্যে ১৭ জন বিমানের ক্রু এবং ২১ জন যাত্রী ছিল। এর মধ্যে ৩ জন বেসামরিক নাগরিকও ছিলেন। বিমানিট অ্যান্টার্কটিকায় চিলির সেনাঘাটিতে রসদ নিয়ে যাচ্ছিল।
বিবৃতিতে জানানো হয়, বিমানটি এবং নিখোঁজদের উদ্ধার করতে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
দেশটির চতুর্থ বিমান ব্রিগেডের জেনারেল এদুয়ার্দো মসজিদীরা সাংবাদিকদের বলেন, অপারেটরদের সাথে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে বিমানটিতে কোনও জরুরি সংকেত সক্রিয় করা হয়নি।