স্টাফ রিপোর্টর। নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০১৯:
মজুুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী আমরণ অনশন শুরু করেছে নরসিংদীর ইএমসি জুটমিলের শ্রমিকরা। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টা থেকে অনশন কর্মসূচী শুরু করা হয়। ইউএমসি জুটমিলের প্রধান ফটকে শুরু হওয়া এই অনশনে মিলের হাজারো শ্রমিক অংশ নিয়েছে।
আমরণ অনশন কর্মসূচীতে শ্রমিক নেতারা বলেন, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা। মজুরী কমিশন বাস্তবায়ন, ১১ সপ্তাহের বকেয়া বেতন পরিশোধ, পিএফ’র টাকা প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা শ্রমিকদের ন্যায্য দাবী। যা সরকার মানছেন না। এ জন্য বাধ্য হয়ে আজ থেকে আমরণ অনশন কর্মসূচী পালন করছে শ্রমিকরা। ন্যায্য দাবী আদায়ের জন্য আমরণ অনশন ধর্মঘটে মিলের সকল শ্রমিক স্বতস্ফূর্ত ভাবে অংশ নিচ্ছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচী অব্যহত থাকবে বলেও জানায় শ্রমিকরা।
এসময় ইউএমসি জুট মিলের সিবিএ, নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দসহ আন্দোলনকারী শ্রমিকরা অংশ নেয়।
#