নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯ :
নরসিংদী জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের উদ্যোগে মেয়ে শিক্ষার্থীদের মনের কথা বলার জন্য ‘আমার কথা’ নামে বাক্স উদ্বোধন করা হয়েছে। আজ (১১ ডিসেম্বর) বুধবার দুপুর ১২টায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এ বাক্স উদ্বোধনের পাশাপাশি সচেতনামূলক স্টিকার এর মোড়ক উন্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম,পিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন।
পুলিশ সুপার বলেন, নরসিংদী জেলায় নারী নির্যাতন নিয়ে কাজ করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সার্বিক সহযোগিতা আমি করব ,আমরা সবাই সচেতন থাকবো যেন মেয়ে শিক্ষার্থীদের কোনো ধরনের নির্যাতনের মুখে না পরতে হয় । অবশেষে তিনি গোলটেবিল বৈঠক করার প্রস্তাব দেন। আজ বুধবার দুপুর ১২টায় তিনি এ কথা বলেন ।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান খোকন, রায়হানা সরকার ,মোস্তাক ভূইয়া ,নাদিম,পল্টন মিজানুর রহমান,হৃদয় প্রমুখ। তারা জানান, নরসিংদী সদরের ১০ থেকে ১২টি স্কুলে বাক্স গুলো রাখা হবে। পর্যায়ক্রমে সব স্কুলে বাক্স দেওয়ার পরিকল্পনা রয়েছে।