সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯ :
‘গুদামে গুদামে কৃষকের ধান বাঁচে কৃষক বাঁচে প্রাণ’ এই শ্লোগানকে সামনে রেখে পলাশ উপজেলায় চলতি মৌসুমে অভ্যন্তরিণ আমন সংগ্রহ-২০১৯-২০২০এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পলাশ খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন।
ডাংগার কৃষক মোঃ ওবায়দুল কবিরের কাছ থেকে সরাসরি আমন ধান ক্রয়ের মধ্যদিয়ে পলাশ উপজেলায় এলএসডি’র উদ্যোগে এ সংগ্রহ কার্যক্রম শুরু হলো। এখন থেকে কৃষকরা তাদের উৎপাদিত আমন ধান নায্যমূল্য ২৬ টাকা কেজিতে সরকারি এলএসডি কেন্দ্রে বিক্রয় করতে পারবেন।
উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা ওমর ফারুক, পলাশ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকেরা উপস্থিত ছিলেন।