সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ :
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আরিফুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নাছিমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকা সুলতানা, রুনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা পারভীন প্রমুখ। উল্লেখ্য নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার এর সাক্ষরিত এক চিঠিতে নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান পলাশ উপজেলা পরিষদের সৈয়দ জাবেদ হোসেন, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার পলাশ উপজেলা শিক্ষা অফিসের মোহাম্মদ জহুরুল ইসলাম, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা সানেরবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মীনা রানী বনিকের নাম জানা যায়।