আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ :
নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিভাবক সমাবেশ ও এইচএসসি পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) দুপুরে ১টায় কলেজের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়। এতে অত্র কলেজের সহ- সভাপতি হাজী রহমত আলী মোল্লার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শ্রীমান্ত লাল পাল। অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মজিবুর রহমান লাল মিয়া,মিজানুর রহমান,ফরিদ উদ্দীন হিরু,মোঃহারুন অর রশিদ (বিএসসি), মোসলেহ উদ্দিন মেম্বার, বিল্লাল হোসেন, জাইদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রভাষকবৃন্দ, অভিভাবক ও ছাত্রছাত্রীসহ আরো অনেকে।
এ অনুষ্ঠানে বক্তরা বলেন, একটি সমাজ, দেশ ও জাতী গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনই শিক্ষা বিস্তারের অন্যতম মাধ্যম। ছাত্রছাত্রীদের ভাল মানের ছাত্র হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভুমিকা রাখতে হবে। পাশাপাশি শিক্ষা বিস্তারে ভূমিকা রাখায় অত্র কলেজের প্রতিষ্ঠাতা এনায়েত উদ্দিন মোঃ কায়সার খানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তারা।