মোঃ আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ :
নরসিংদীর রায়পুরা উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক।
রায়পুরা উপজেলায় চলতি আমন মৌসুমে ৮’শ নয় মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।উপজেলার দুই হাজার জন কৃষকের আবেদনের মধ্যে থেকে লটারীর মাধ্যমে নির্বাচিত তিন শ ছয় জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে।একজন কৃষক ২৬ টাকা দরে সর্বনিম্ন এক শ ২০ কেজি ও সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান বিক্রি করতে পারবে।ধান সংগ্রহ অভিযান চলবে ২০২০ সালে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ সময় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলা সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. সালাহ উদ্দিন ভূঞা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বুলবুল আহমেদ, খাদ্য কমিটির সদস্য সাধন দাস, সাবেক শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান প্রমুখ।