1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে চতুর্থ দিনের মত আমরণ অনশন অব্যাহত, অসুস্থ ১৭ শ্রমিক।

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ২২৫ পাঠক

নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ১৩ ডিসেম্বর ২০১৯:
মজুুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) চতুর্থ দিনের মত আমরণ অনশন অব্যাহত রেখেছে নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। এর আগে গত মঙ্গলবার থেকে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে এ আমরণ অনশন কর্মসূচী শুরু করেন পাটকল শ্রমিকরা।
অব্যাহত অনশনে অংশ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন ১৭জন শ্রমিক। এরমধ্যে ১১ জনকে হাসপাতালে ও বাকিদেরকে অনশনস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের মধ্যে নরসিংদী সদর ও ১শ শয্যা জেলা হাসপাতালে ভর্তিকৃতরা হলেন-মো: ফুয়াদ, মো: আব্দুর রব, মো: রুবেল, মো: কামাল হোসেন, মো: আলী আকবর, চাঁন মিয়া, মো: সফিউদ্দিন, সামসুল হক, রাজিয়া বেগম, বিল্লাল হোসেন ও আলী হোসেন। 
ইউএমসি জুটমিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন নরসিংদীর সভাপতি মো: সফিকুল ইসলাম মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, রাতভর শীত উপেক্ষা করে কাঁথা বালিশসহ অনশন স্থলে অবস্থান করছেন শত শত শ্রমিক। সকালেও দেখা গেছে শীত উপেক্ষা করে ঘুমিয়ে রয়েছেন শ্রমিকরা। টানা অনশনের ফলে বয়স্ক শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ হয়ে পড়লে তাদের অনশনস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়াদের হাসপাতালে নিয়ে যান সহশ্রমিকরা। আমরণ অনশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে জুটমিলে। মিলের উৎপাদনবন্ধ হওয়াসহ প্রবেশ করতে পারছে না পাটবাহী কোন ট্রাক। প্রবেশ করতে পারছেন না জুটমিলের কর্মকর্তারাও।

আমরণ অনশন কর্মসূচীতে শ্রমিক নেতারা বলেন, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা। মজুরী কমিশন বাস্তবায়ন, ১১ সপ্তাহের বকেয়া বেতন পরিশোধ, পিএফ’র টাকা প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা শ্রমিকদের ন্যায্য দাবী। যা সরকার মানছেন না। এ জন্য বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচী পালন করছে শ্রমিকরা। ন্যায্য দাবী আদায়ের জন্য আমরণ অনশন ধর্মঘটে মিলের সকল শ্রমিক স্বতস্ফূর্ত ভাবে অংশ নিচ্ছে। মঙ্গলবার বিজেএমসিতে আলোচনায় সমাধান না হওয়ায় সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করেছেন শ্রমিক নেতারা। দাবী আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানান শ্রমিক নেতারা।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD