নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন বলেছেন শিবপুরে সাবেক স্বতন্ত্র এমপি থাকার কারণে উন্নয়নের গতি ধারার ধারাবাহিকতা ব্যাহত হয়েছিল। বর্তমানে এ জটিলতা নেই। শিবপুরে ৮০ কোটি টাকার কাজ চলমান আছে। আরো ব্যাপক উন্নয়ন হবে। মডেল মসজিদ নির্মানের ভিত্তি প্রস্তর স্হাপন করা হবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে, রাস্তা ঘাটের উন্নয়ন হবে, শিবপুরে থাকবে না, মাদক, সন্রাস, দুর্নীতি। শিবপুর হবে একটি শান্তি প্রিয় উপজেলা। আমি আগামী দুই বছরের মধ্যে শিবপুরের চেহারা পাল্টে দিতে চাই। এ জন্য লাগবে আপনাদের সকলের সহযোগিতা। ১৪ ডিসেম্বর শনিবার শিবপুর উপজেলা মিলনায়তনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নরসিংদী জেলা তথ্য অফিসের আয়োজনে শিবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল,মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক ডেপুটি কমান্ডার মোতালেব খান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা তথ্য অফিসার নাছিমা খাতুন,উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সোহরাব হোসেন ভূইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা। কুরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্বা বেলায়েত হোসেন ভূইয়া। গীতা পাঠ করেন প্রধান শিক্ষক বিপ্লব দাস। সভায় আরো উপস্হিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ছাত্র ছাত্রীবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।